শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ভ্যাকসিন নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় রয়েছে: রিজভী


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২১ ২৩:১৭

আপডেট:
২১ জানুয়ারী ২০২১ ০০:৪০

রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ছবি)

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, করোনার এই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে সন্দেহ, সংশয় সব রয়েছে। কারণ যাদের কাছ থেকে ভ্যাকসিন নেয়া হচ্ছে- তারা তো আমাদের বিশ্বাসের জায়গাটা হালকা করে ফেলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘করোনার ভ্যাকসিন ভিআইপিরা আগে পাবেন না’। ভিআইপিদের আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখা হবে- তারা বাঁচে না মরে।

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল খালেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

বিএনপি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top