বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন
 প্রকাশিত: 
                                                ৩০ জুন ২০২৪ ১৩:২৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৪৪
                                                
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা মারা গেছেন।
রোববার (৩০ জুন) বেলা ১১টায় হার্ট অ্যাটাক করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তিনি। এসময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মরহুমের জানাজা এবং দাফনের বিষয়ে পরে জানানো হবে।
নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাঘমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: