হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৪:১২

জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিকেল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তার গাড়ি বহর।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: