সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল
প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৪ ১৮:৫৬
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:২১

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিই হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আর উপনেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’
আপনার মূল্যবান মতামত দিন: