এবার বিএনপির নতুন কর্মসূচি ২ দিনের কালো পতাকা মিছিল
 প্রকাশিত: 
                                                ২১ জানুয়ারী ২০২৪ ১২:৩৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:০৬
                                                
 
                                        দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১ দফা দাবি আদায়ে এবার ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির এই ২ দিনের কালো পতাকা মিছিল।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: