শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


জিএম কাদেররা সংসদে, ক্ষুব্ধ নেতাকর্মীরা বনানীতে


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪ ১২:৪৩

আপডেট:
৪ মে ২০২৪ ০৩:৫০

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ দলটির নির্বাচিত হওয়া এমপিরা যখন সংসদে গেছেন, তখন দলীয় কার্যালয়ে বিক্ষোভ করতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

সদ্য সমাপ্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক সহযোগিতা না করা, নেতাকর্মীদের সেন্টিমেন্টের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়াসহ দলের চেয়ারম্যানের জবাবদিহি নিশ্চিত করতে একদল নেতা ছুটে গেছেন দলটির বনানী কার্যালয়ে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। তারা দলের বর্তমান নেতৃত্বে বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাপার কয়েকজন প্রার্থী ও সমর্থকরা উপস্থিত আছেন।

পার্টির কয়েকজন কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্যসহ জাপার শীর্ষ কয়েক নেতা নেতাকর্মীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে পারেন বলে জানা গেছে।

এর আগে এস বিষয়ে মঙ্গলবার রাতে ধানমন্ডিতে জাপার সিনিয়র নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে দলের দুইজন কো-চেয়ারম্যান, ছয়জন প্রেসিডিয়াম সদস্যসহ ২১ জন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে পার্টির অপর দুই কো-চেয়ারম্যানের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন বৈঠকে উপস্থিত শীর্ষনেতারা।


সম্পর্কিত বিষয়:

জাতীয় পার্টি এমপি বনানী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top