গ্রেফতার করতে রিজভীকে ‘খুঁজছে’ পুলিশ
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, রিজভীকে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধনীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।
রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।
আপনার মূল্যবান মতামত দিন: