রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৯

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৫২

ছবি-সংগৃহীত

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে শূন্য হওয়ার চারটি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, তেমন বড় কিছু হয়নি।

এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।


সম্পর্কিত বিষয়:

বিএনপি ঢাকা গুলশান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top