বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বৈঠকে নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে : খসরু


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ২০:০১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৬:২৫

ছবি সংগৃহিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮টি দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ মার্চ) দুপুরে গুলশানের একটি বাড়িতে ইইউ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের মানুষ যেভাবে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও নিবিড়ভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। তারাই অংশ হিসেব তারা (ইইউ) দেখছে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কি, মানবাধিকার ও আইনের শাসনের অবস্থা কেমন। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে দেশের মধ্যে যে একটা শঙ্কা কাজ করছে, সেদিকেও স্বাভাবিকভাবে তাদের একটা দৃষ্টি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের আলাপ (বৈঠক)।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এখানে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার আছে, এই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপট থাকার কারণে তো আজকের এই আলোচনা হচ্ছে।’

আমির খসরু বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষ যদি আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, বাংলাদেশে যে সংকটের দিকে যাবে- এই শঙ্কা যেমন দেশের ভেতরে কাজ করছে, তেমনি দেশের বাইরেও কাজ করছে। এই সংকট থেকে তারা (ইইউ) জানতে চাচ্ছে কীভাবে আগামী নির্বাচনটা হবে, কীভাবে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। সবার উদ্দেশ্য একটাই- বাংলাদেশের মানুষের যে চিন্তা, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও সরকার হবে।’

ইইউ প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে কি-না কিংবা বৈঠকে কিছু বলেছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে, সেটা তো আমরা বলতে পারব না।’

বিএনপি যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না সেটা কি ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছেন- জানতে চাইলে খসরু বলেন, ‘অবশ্যই, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, যেটা আমরা ঘোষণা করেছি। তেমনিভাবে বিশ্বে যারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কাজ করছে, সবার কাছে এটা পরিষ্কার করা হয়েছে। বর্তমান এই অবৈধ সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, এই বিষয়টা পরিষ্কারভাবে বলা হচ্ছে। এর কারণগুলো সবার কাছে জানা।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও অংশ নেয় দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top