বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


করোনা আতঙ্কে স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল করল আওয়ামীলীগ


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ২১:২১

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ০৯:৩৭

ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওবায়দুল কাদের বলেন ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করা হয়েছে। সরকারিভাবে স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। সরকারি প্রোগ্রাম বাতিলের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ও আমাদের পার্টির সভাপতির নির্দেশে আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঘোষণা করেছিলাম, সেসব কর্মসূচিও বাতিল করছি।’

জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ নিজ অবস্থান থেকে এ ভাইরাস মোকাবিলায় কাজ করে যাবেন। ওবায়দুল কাদের মজুতকারীদের সতর্ক করে বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। তবে মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে।


সম্পর্কিত বিষয়:

ওবায়দুল কাদের

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top