শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ২রা ফাল্গুন ১৪৩১


নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: রওশন এরশাদ


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২২ ০২:০১

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯

ছবি সংগৃহীত

এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জানিয়েছেন, অক্টোবরেই তিনি দেশে ফিরবেন। পাশাপাশি তিনি এও জানান, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। সেই নির্বাচন ইভিএমেই হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ভিডিওটি প্রচারিত হয়। বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন গোলাম মসিহ।

ভিডিওতে রওশন এরশাদ উল্লেখ করেছেন, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। ইভিএমে নির্বাচন করবো। সারা বিশ্বে এখন ইভিএম চলছে। কাজেই আমাদের দেশে ইভিএমে নির্বাচন হবে, এটা তো নতুন কথা নয়।’

ভিডিওতে বিরোধীদলীয় নেতার মন্তব্য, ‘আমরা ফাইভ-জি ব্যবহার করছি, এখন ইভিএম ব্যবহার করতে মানা কোথায়? কারণ, যারা ইলেকশনে জিতে যায় তারা বলে ফেয়ার হয়েছে। আর যারা হেরে যায় তারা বলে ফেয়ার হয়নি, ইভিএমের মাধ্যমে তারা ভোট কারচুপি করেছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো।’


সম্পর্কিত বিষয়:

জাতীয় পার্টি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top