বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১

Rupali Bank


শেখ হাসিনাকে নেপালের অভিনন্দন


প্রকাশিত:
২৫ জুন ২০২২ ২০:৫৩

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০২:৪০

ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে নেপাল। দেশটির সরকারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

বার্তায় বলা হয়েছে, ‌‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আত্মবিশ্বাস ও সফলতা অর্জন করছে তা আসলেই অভাবনীয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারায় আমরা শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এদিন সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা। আগামীকাল রোববারসকাল ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে এ সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।


সম্পর্কিত বিষয়:

শেখ হাসিনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top