সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


অনুদান হিসেবে অব্যবহৃত ইঞ্জিন দিতে ভারতের প্রতি রেলমন্ত্রী’র অনুরোধ


প্রকাশিত:
২৪ মার্চ ২০২২ ০৪:০৩

আপডেট:
২৪ মার্চ ২০২২ ০৪:৪১

ছবি- সময়নিউজ ডট নেট

ভারতের অব্যবহৃত ইঞ্জিনগুলো বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার অনুরোধ করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর পাশাপাশি ভারত থেকে রেলের ব্রডগেজ কোচ, ফ্ল্যাট ওয়াগণ এবং কক্সবাজার লাইনে চালানোর জন্য ৫৪ টি টুরিস্ট কোচ আমদানির আগ্রহ দেখান।

বুধবার (২৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামির সাথে দপ্তরে সাক্ষাৎ কালে এ অনুরোধ করেন তিনি। ভারতের হাইকমিশনার এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে জানান।

ভারতের ঋণে নির্মিত আখাউড়া-আগরতলা প্রকল্পের কাজের কম অগ্রগতি নিয়ে অসন্তুষ প্রকাশ করেন দু’পক্ষ । রেলপথমন্ত্রী এসময় আগামী মাসে সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করে এ প্রকল্পের পরবর্তী কি করনীয় সেটা নির্ধারণ করবেন বলে ভারতের হাই কমিশনারকে জানান।

এছাড়াও ভারতের অনুদানে নির্মিত হতে যাওয়া সিরাজগঞ্জ আইসিডি নির্মাণ, ঈশ্বরদীতে একটি নতুন আইসিডি নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

এ বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

ভারত বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top