বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক লোকে অফিস


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২২ ২২:৩৪

আপডেট:
৭ মে ২০২৫ ২১:৩৩

২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক লোকবল দিয়ে চলবে অফিস

কোভিড-১৯ বা করোন ভাইরাইস সংক্রমন বেড়ে যাওয়ায় আবারও বিধিনিষেধের কবলে দেশের অফিস-আদালত। রোববার ২৩ জানুয়ারি, আরো কিছু নতুন বিধিনিষেধ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রজ্ঞাপনে সোমবার ২৪ জানুয়ারি থেকে দু সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি অফিসগুলোতে অর্ধেক লোকবল দিয়ে কাজ চালানোর নির্দেশ দেয় সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি,আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসগুলোকে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে কাজ পরিচালনার নির্দেশ দেয়া হচ্ছে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকে দাপ্তরিক কাজগুলো ই-নথি, ই-টেন্ডারিং, ইমেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে সম্পাদন করতে বলা হয়। নির্দেশনায় আরো বলা হয়, আদালতসমূহের ব্যাপারে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমার মত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নির্দেশনা দেবে।

ইতোমধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু করেছে সুপ্রিম কোর্ট।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top