বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


সন্ত্রাসবাদ : ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু দেখেছে পাকিস্তান


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৯

আপডেট:
১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮

ফাইল ছবি

পাকিস্তানে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৮২২ জন। ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানে এক বছরে এত বেশি সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি)। প্রতিবেদনে ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদে নিহতের একটি পরিসংখ্যান তুলে ধরেছে এসএটিপি। সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহতের সংখ্যা শতকরা হিসেবে বেড়েছে ৭০ দশমিক ৯৩ শতাংশ।

পাকিস্তানের ইতিহাসে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক বছরে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ২০১৪ সালে। সে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছিলেন ৫ হাজার ৫১০ জন। ওই বছর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আর্মি পাবলিক স্কুল নামের একটি স্কুলে হামলা চালিয়েছিল দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি। সেই হামলায় নিহত হয়েছিল ১৫০ জন। এদের মধ্যে ১৩৪ জনই ছিল স্কুলটির শিক্ষার্থী।

তার পরের বছর ২০১৫ সালে দেশটিতে সন্ত্রাসবাদের শিকার হয়ে প্রাণ হারান ৩ হাজার ৬৮৫ জন।

তার পরবর্তী বছরগুলোতে নিহতের সংখ্যা কমে আসা শুরু করেলেও ২০২২ সাল থেকে ফের তাতে ঊর্ধ্বগতি শুরু হয়। টানা কয়েক বছর বিরতির পর ওই বছরই চার অঙ্কে উন্নীত হয় নিহতের সংখ্যা। তারপর ২০২৩ ও ২০২৪ সালেও এই সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ দু’টি গোষ্ঠীই পাকিস্তানে নিষিদ্ধ।

এর আগে এক প্রতিবেদনে ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছিল, বিগত যে কোনো বছরের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ।

ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান গোষ্ঠী এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top