সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০১:৩২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২১:০৮

ছবি-সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি-বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার দুইজনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৭৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১.৮৫ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৩৬ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top