রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২


সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬ ১২:৫০

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৬ ১৪:৫৭

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই বলে আগেই জানিয়েছে ইসি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই বিশেষ ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন। মূলত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলোই কূটনীতিকদের সামনে তুলে ধরা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যার মধ্যে এখন পর্যন্ত ৩৬টি সংস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল বর্তমানে ৫৮ জনের মতো থাকলেও নির্বাচনের সময় এই সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সংক্রান্ত একটি বিশেষ পত্র জারি করেছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও যাতায়াতের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top