শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


মোটরযানে হেডলাইট ও ইন্ডিকেটর ব্যবহারে নিয়ম মানার নির্দেশ


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৪:৩১

আপডেট:
১৮ অক্টোবর ২০২৫ ১৮:২৪

ফাইল ছবি

মোটরযানে হেডলাইট, দিক নির্দেশক (ইন্ডিকেটর) ও স্টপ লাইট ব্যবহারে আইন অনুযায়ী কারিগরি মান বজায় রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সম্প্রতি বিআরটিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৭৮ ও ৯৮ অনুসারে এসব সংকেত প্রদানের লাইটের রঙ, অবস্থান, দৃশ্যমান দূরত্ব, সংখ্যা ও বিস্তৃতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

কিন্তু, সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে এসব নিয়ম অমান্য করে অনুমোদনবিহীন বা পরিবর্তিত লাইট ব্যবহার করা হচ্ছে, যা সড়ক ও মহাসড়কে যান চলাচলের নিরাপত্তা ব্যাহত করছে। এটি প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ পরিস্থিতিতে মোটরযানে সংকেত প্রদানের লাইট— যেমন হেডলাইট, দিক নির্দেশক (ইন্ডিকেটর) এবং স্টপ লাইট ব্যবহার করতে হবে কর্তৃপক্ষের নির্ধারিত কারিগরি নির্দেশনার (টেকনিক্যাল স্পেসিফিকেশন) আলোকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top