সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি রোববার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫ ১৮:০০

আপডেট:
১১ অক্টোবর ২০২৫ ১৮:০২

ফাইল ছবি

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১২ অক্টোবর) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে বলে শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

বিবৃতিতে বলা হয়, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো বরগুনা জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে সেবা বঞ্চিত জনগণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরগুনার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। এ গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বরগুনা জেলার সব নাগরিক ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top