শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সততা চর্চার আহ্বান অর্থ উপদেষ্টার
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৭
আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। এসময় হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলেও উদাহরণ টানেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইসিসিবি ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন উপদেষ্টা।
এসময় ব্রাক্ষণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে।
ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা। এর উন্নয়নের জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে।
এসময় জেলা সমিতিগুলোকে ব্যক্তি কেন্দ্রীক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: