মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: হাছান মাহমুদ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২০ ২৩:৫৭

আপডেট:
৭ মে ২০২৪ ০২:৪৩

ফাইল ছবি

দেশে-বিদেশে যেখান থেকেই হোক, গুজব ছড়ালে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, দেশে যখনই কোনও দুর্যোগময় পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই কিছু মানুষ গুজব ছড়াই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। খুঁজে বের করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সংবাদ কক্ষে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। পরে এক তথ্য বিবরণীতে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সরকারের পক্ষ থেকে গুজেবর বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইতোমধ্যেই অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা এই কাজগুলো করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর। একই সাথে আমাদের তথ্য অধিদফতর এই বিষয়গুলো নজরে রাখছে। আমাদের মন্ত্রণালয়ের যে গুজব প্রতিরোধ সেল রয়েছে সেই সেলের কর্মকর্তারাও আজকে এখানে আছেন। এবিষয়গুলো আজকে আমরা আলোচনা করেছি। দয়া করে কেউ গুজব তৈরির চেষ্টা করবেন না।’

বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে যেসব বাংলাদেশি নানা কারণে আছেন, তারা কিন্তু সবাই অত্যন্ত দেশপ্রেমিক। তবে তাদের মধ্যে দুই-একজনকে আমরা দেখতে পাচ্ছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা হয়তো মনে করছে, বিদেশে আছে বিধায় ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু তারা বাংলাদেশের নাগরিক, সুতরাং যেখান থেকেই অপকর্ম করুক না কেন, সরকার আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তা করবে।’

এসময়তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলমসহ তথ্য মন্ত্রণালয় ও এর জরুরি সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

হাছান মাহমুদ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top