হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি
 প্রকাশিত: 
                                                ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৫
 আপডেট:
 ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬
                                                
 
                                        আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনিসহ অন্যান্য কমিশনাররা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ইতোমধ্যে তারা পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। সেখানে তারা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের ব্যাপারে জানতে চান। এ সময় কাজী হাবিবুল আউয়াল জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন তারা।
এই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনসহ সব ক্ষেত্রে সংস্কার করছে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে, সরকারের ইঙ্গিত পেয়েই পদত্যাগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
সম্পর্কিত বিষয়:
সিইসি পদত্যাগ কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: