সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


শেখ হাসিনাকে ভারত-রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূতের অভিনন্দন


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪ ১২:৫৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৩:৫০

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাত দেশের রাষ্ট্রদূত।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যাকে অভিনন্দন জানান তারা।

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদেরকেও ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top