শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সেনাপ্রধানসহ মিয়ানমার সফরে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২০ ১৫:৪৫

আপডেট:
৪ অক্টোবর ২০২০ ১৬:০৩

ছবি-সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে দু’দিনের সফরে আগামী সোমবার (৪ অক্টোবর) মিয়ানমার যাচ্ছেন।

শনিবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ অক্টোবর দু’দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। মিয়ানমার সফরকালে তারা স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হুলাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র জানায়, ভারত-মিয়ানমার সম্পর্ক অনেক দিনের। ভারত 'পূর্বমুখী নীতি ' ও ‘প্রতিবেশীই প্রথম’ নীতিতে এগিয়ে চলেছে। দু’দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে।

এর আগে গত ১৮ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।


সম্পর্কিত বিষয়:

ভারত পররাষ্ট্র মিয়ানমার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top