শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ঢাকা-১৭ আসনের তফসিল আগামী সপ্তাহে : ইসি আলমগীর


প্রকাশিত:
৩১ মে ২০২৩ ০১:৩৫

আপডেট:
১০ মে ২০২৫ ০৯:০৮

ছবি সংগৃহিত

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) শূন্য আসনে (ঢাকা-১৭) আগামী সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (৩০ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বর্তমানে খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা সফরে আছেন। তিনি ফিরলেই তফসিল হবে। তবে অন্য কোনো অসুবিধা থাকলে ১ জুনের পরেও হতে পারে।

১ জুন বাজেট ঘোষণা হবে, সেদিন কি তফসিল দেবেন? এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, বাজেট ঘোষণা সঙ্গে তফসিল দিলে কি অসুবিধা আছে?

সম্প্রতি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম-এর জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ-সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ১৫ মে পূর্বাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয়মাসের মতো সময়ে জন্য সংসদ সদস্য হবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top