রবিবার, ১১ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে চার ঘণ্টায় ৩ লাখের বেশি টোল আদায়


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৩ ১৬:৪৭

আপডেট:
১১ মে ২০২৫ ০৪:৪৯

ছবি সংগৃহিত

সারাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত মোটরসাইকেল থেকে সেতু কর্তৃপক্ষ ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে।

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে।

মোটরসাইকেল আরোহী রহমতুল্লাহ বলেন, ১০০ টাকা টোল দিয়ে ১০ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিয়েছি। কিছু মোটরসাইকেল চালকদের জন্য দীর্ঘদিন ধরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ছিল। দক্ষিণাঞ্চলের মানুষের দাবি রক্ষা করে সরকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে। সেতু কর্তৃপক্ষের সব শর্ত মেনে আমরা পদ্মা সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করতে চাই।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালকরা চলাচল করেছেন। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি পাওয়ায় সরকার বাড়তি কিছু রাজস্ব পাবে। মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে, তা তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top