রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গ্রীষ্মে বাঘদের উপশমের জন্য দিনে দুবার স্যালাইন দেওয়া হয়


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১৬:৫৭

আপডেট:
১১ মে ২০২৫ ১০:৫২

আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। প্রাণীকূল একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছে। মানুষের দুর্দশা। এবার গরমে ক্লান্ত হয়ে পড়েছে বাঘরা। তারাও ছটফট করছে, অসুস্থ হচ্ছে। এই পরিস্থিতিতে তাদের গরম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাইরাখালি বাঘ পুনর্বাসন কেন্দ্র।

জানা গেছে, ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের তিনটি রয়্যাল বেঙ্গলের জন্য বিশেষ ব্যবস্থা করেছে বন অধিদপ্তর। পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই বেলা পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে গোসল করানো হচ্ছে বাঘেদের। ভিটামিন সি ট্যাবলেট, পানিতে গুলে খাওয়ানো হচ্ছে স্যালাইন। ২৪ ঘণ্টা পাখা চলছে খাঁচার সামনে।

শুধু তাই নয়, গরমে গা ভেজানোর জন্য বাথ টব, পুকুরও আছে। খাঁচার বাইরের অংশে ছায়ার ব্যবস্থা করতে কাঠ দিয়ে তৈরি হয়েছে ছাউনি। তেষ্টা মেটাতে খাঁচার মধ্যে বড় বড় পাত্রে রাখা হচ্ছে পানি।

ঝড়খালি পশু পার্কের সহায়ক, পশু চিকিৎসক সুপ্রভাত সামুই বলেন, প্রচণ্ড গরমে খাঁচাবন্দি বাঘেদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্যই এ সব ব্যবস্থা।

পার্কের সুপারভাইজার দীপঙ্কর সরকার জানান, গরম পড়লে মানুষের যেমন কষ্ট হয়, তেমনই খাঁচাবন্দি বাঘেদেরও হাঁসফাঁস অবস্থা হয়। বিভিন্ন উপায়ে তাদের শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা হয়েছে। বাঘ তিনটি সুস্থ আছে। গত বছরও দাবদাহের সময় বাঘেদের জন্য এমন ব্যবস্থা করা হয়েছিল বলে জানান ২৪ পরগনার ডিএফও মিলনকান্তি মণ্ডল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top