সারাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনী
প্রকাশিত:
২৪ মার্চ ২০২০ ২১:১০
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৯:১২

করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা-সমন্বয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সমন্বয় শেষে আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে কাজ শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
এদিকে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সেলিম রেজা বলেন, সারাদেশে জেলা ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও দুপুর আড়াইটায় থেকে এ বিষয়ে বৈঠক হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইএসপিআর সূত্রে জানা যায়, সেনাবাহিনী বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের কেউ নির্ধারিত কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক সময় পালনে ত্রুটি বা অবহেলা করছে কি-না তা পর্যালোচনা করবে। জেলা ম্যাজিস্ট্রেটরা এ জন্য স্থানীয় আর্মি কমান্ডারের কাছে সেনাবাহিনীর মাধ্যমে অবস্থা পর্যালোচনার জন্য আইন অনুসারে অনুরোধ জানাবেন।
সম্পর্কিত বিষয়:
করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: