বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ফেস মাস্ক ব্যবহারের নিয়ম


প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ০৩:৩১

আপডেট:
২ আগস্ট ২০২২ ০৩:৩৫

 ছবি : সংগৃহীত

ত্বকের রুক্ষতা ও নির্জীবতা দূর করতে প্রাকৃতিক উপাদানের তৈরি ফেস প্যাক খুব উপকারী। মাস্ক ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সক্ষম । তবে মাস্ক ব্যবহারের কিছু নিয়ম আছে,জানা না থাকলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে ।

১.অপরিষ্কার ত্বকে মাস্ক ব্যবহারঃ কখনও অপরিষ্কার ও ভেজা ত্বকে ফেস প্যাক লাগাবেন না। ত্বক ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর ব্যবহার করুন প্যাক।

২.প্রয়োজনের বেশি সময় ত্বকে রেখে দেওয়াঃ ফেস মাস্কে থাকা বিভিন্ন উপাদান দীর্ঘক্ষণ ত্বকে থাকলে ত্বক লালচে হয়ে যাওয়া কিংবা র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে লেবু।

৩.ফেস মাস্কে অনেক বেশি উপাদান মেশাবেন নাঃদুই থেকে তিনটির বেশি উপাদান একটি প্যাকে না মেশানোই ভালো। মুখের ত্বকে লাগানোর আগে হাতের ত্বকে সামান্য লাগিয়ে দেখবেন কোনও উপাদানে অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে কিনা

৪.ভুলভাবে ম্যাসাজ করাঃ ত্বক সবসময় চক্রাকারে ম্যাসাজ করবেন। ভুলভাবে ম্যাসাজ করলে ত্বকে বলিরেখা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

৫.মাস্ক ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার না করাঃ মাস্ক ব্যবহারের পর ত্বক ধুয়ে মুছে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top