শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ইফতারের পরেই ভরপেট খাওয়ার ক্ষতি


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২২ ২১:৫৭

আপডেট:
৪ মে ২০২৪ ০৬:০১

 ছবি : সংগৃহীত

ইফতারের পরপরই একগাদা খাবার খেয়ে ফেলা। এরপর সেসব খাবার হজম করতে গিয়ে প্রচণ্ড ক্লান্তি লাগা, পুরো মাস এভাবে খাওয়ার পরে ওজন বেড়ে যাওয়ার ভয় তো থাকেই। একসঙ্গে অনেকগুলো খাবার না খেয়ে ধীরে-সুস্থে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

অল্প চিনি খান

সন্ধ্যায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার দ্রুত শক্তি জোগায় কিন্তু এর ক্ষতিকর প্রভাবের আশঙ্কাও এড়িয়ে যাওয়া যায় না। চিনিতে থাকে অত্যাধিক ক্যালোরি। এটি বেশি খেলে ওজন বাড়ে দ্রুত। তাই ইফতারের সময় খুব বেশি চিনি মিশ্রিত শরবত বা পানীয় পান করবেন না।

ব্যালান্স ডায়েট ধরে রাখুন

রমজানেও মেনে চলতে হবে ব্যালান্স ডায়েট। বেছে নিতে হবে সুষম খাবার। এমন খাবার খান যেগুলো ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এগুলো দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। সারাদিন সতেজ থাকতে ও অতিরিক্ত খাওয়া এড়াতে এ ধরনের খাবার খেতে হবে। কম ক্যালোরিযুক্ত খাবার রাখুন তালিকায়। এতে ওজন ধরে রাখা সহজ হবে।

ধীরে খেতে হবে

একসঙ্গে একগাদা খাবার খাবেন না। এটি মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। দ্রুত খাবার খেতে থাকলে পেট ভরে গেলেও মস্তিষ্ক তা টের পায় না। এতে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলার ভয় থাকে। তাই খেতে হবে আস্তে-ধীরে। ছোট ছোট কামড়ে ধীরে চিবিয়ে খান। এতে মস্তিষ্ক পূর্ণতার স্বাদ পাবে।

পর্যাপ্ত পানি পান করুন

প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করতে হবে। দিনের বেলা রোজা থাকার কারণে কেবল রাতের সময়টুকুতে এতখানি পানি পান করা একটু কষ্টসাধ্য হলেও চেষ্টা করতে হবে। ইফতারের পর শরীরকে তরতাজা রাখতে পর্যাপ্ত পানি পান করুন। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পানি পান করা আবশ্যক।

হাঁটাহাঁটি করুন

ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্যালোরি ঝরানো সহজ হবে, পেটে চর্বি জমবে না। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর খাবার হজম সহজ করার জন্য হাঁটাহাঁটির অভ্যাস থাকা জরুরি।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

রোজা ইফতার উপকারিতা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top