রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


থাইরয়েডের সমস্যা কেন নারীদের বেশি হয়?


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪ ১৯:১৭

আপডেট:
১৯ মে ২০২৪ ২১:৩৮

ফাইল ছবি

থাইরয়েডের সমস্যায় বেশি ভোগেন নারীরা। ক্রমশ এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর তাই থাইরয়েড নিয়ে আরও সচেতনতার প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

থাইরয়েডের সমস্যার মধ্যে সবচেয়ে বেশি আধিক্য দেখা যায় হাইপোথারয়েডিজমের। পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই-

থাইরয়েডের সমস্যা কী?

আমাদের গলার কাছে প্রজাপতি আকারের যে গ্রন্থি থাকে সেটিই শরীরে থাইরয়েডের ভারসাম্য রক্ষা করে। বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর। এই গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তখন একে থাইরয়েডের সমস্যা বলে।

থাইরয়েড গ্রন্থি থেকে পর্যাপ্ত হরমোন ক্ষরণ না হলে তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। বেশিরভাগ রোগী এই সমস্যাতেই ভোগেন।

নারীদের কেন থাইরয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?

নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই রোগের ঝুঁকি সমান হলেও বাস্তব সমীক্ষায় দেখা গেছে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত বেশিরভাগ রোগীই নারী।

সাধারণত ৬০ বছরের বেশি বয়সী নারীদের এই রোগের ঝুঁকি বেশি। এক্ষেত্রে বড় ভূমিকা রাখে মেনোপজ পরবর্তী হরমোনের ওঠানামা। তবে বর্তমানে শিশু থেকে শুরু করে ৩০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে।

কেন বাড়ছে থাইরয়েডের সমস্যা?

নারীদের অধিক থাইরয়েডের সমস্যার পেছনে কেবল মেনোপজই নয়, আরও অনেক কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে খাবার না খাওয়া এই সমস্যার কারণ হতে পারে। দীর্ঘসময় খালি পেটে থাকার কারণে এই রোগের আশঙ্কা বাড়ে। সময়মতো না খাওয়ার কারণে দেহে হরমোনের তারতম্য দেখা দেয়।

মারাত্মক ঘাতক স্ট্রেস-

নারীদের চিন্তার যেন শেষ নেই। গৃহিণী হোক বা চাকরিজীবী— সবদিকেই নানা টেনশন ভর করে মাথায়। এসবের সঙ্গে তাল মেলাতে গিয়ে ভয়াবহ চাপে পড়েন তারা। আর এই স্ট্রেসের প্রভাব পড়ে শরীরে। থাইরয়েডের সমস্যার জন্য দায়ী অতিরিক্ত মানসিক চাপ। তাই এই রোগসহ অন্যান্য রোগ থেকে বাঁচতে অতিরিক্ত টেনশন দূরে রাখতে হবে।


সম্পর্কিত বিষয়:

থাইরয়েড আক্রান্ত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top