অর্থ আত্মসাতের মামলায় আরজে নিরবের জামিন নামঞ্জুর
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৭:০৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৮:২৫

গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন। একই আদালত গত ২৮ অক্টোবর আরজে নিরবকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন।
এ মামলায় গত ২৮ অক্টোবর আরজে নিরবকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন আরজে নিরবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: