সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫

আপডেট:
৬ মে ২০২৪ ১৭:০৩

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করে আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এমন ঘোষণা দেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এই সাত দিন বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে যাবেন না।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে আমরা অংশ নিবো না।

এসময় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়াও শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, ইউনাইটেড ল ইয়ার্স ফন্টের কনভেইনার সুব্রত চৌধুরী, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংগঠনটির সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

এসময় সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top