বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


আগাম ১৫ লাখ কবর খুঁড়ছে দ. আফ্রিকা


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ১৬:৫৭

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১২:৫৪

ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় আগাম ১৫ লাখ কবর খুঁড়ছে দ. আফ্রিকা। প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়েই ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। গত বছরের ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এ ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যেই সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া এ ভাইরাসটি সাড়ে ৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

করোনার প্রকোপ ঠেকাতে বিশ্বের দেশে দেশে লকডাউন ও কঠোর বিধি-নিষেধ জারি করেছে। কিন্তু এতে বিপদ আরও বেড়েছে। বিভিন্ন দেশ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে অনেক দেশই লকডাউন তুলে নিয়েছে। আবার অনেকেই লকডাউন শিথিল করেছে। এরই মধ্যে ভয়ংকর দিনের আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখছে দক্ষিণ আফ্রিকা।

ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে ১৫ লাখ কবর খোঁড়া হচ্ছে। সেখানকার প্রশাসনের এমন উদ্যোগে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনার হটস্পট গাওতেং প্রদেশ। সেখানকার মেডিকেল কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানিয়েছেন, বাধ্য হয়েই তাদের এমন অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অনেকেই বলছেন, প্রশাসন আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন নিন্দনীয় কাজ শুরু করেছে।

প্রেটোরিয়া এবং জোহানেসবার্গ গাওতেং প্রদেশের অন্তর্ভুক্ত। জোহানেসবার্গ ওই অঞ্চলের রাজধানী। গাওতেং প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। দেশের মোট আক্রান্তের ৩৩ শতাংশ ওই প্রদেশের বাসিন্দা। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৬০২ জন মারা গেছেন।

আগামী সপ্তাহের শেষ দিকের মধ্যেই গাওতেংয়ে করোনা রোগীদের জন্য ৫শ’ শয্যার একটি হাসপাতাল চালু হবে। সেখানে চলতি মাসের শেষের দিকে আরও ৫শ’ শয্যা যুক্ত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top