শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা,জরুরি অবস্থা জারি


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ২২:০৪

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:৪২

 ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার। প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকিতে জরুরি অবস্থা জারি করেছেন। খবর সিএনএন ও আনাদোলুর

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বন্যায় ভেসে গেছে স্থানীয়দের ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এবং পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের প্রকাশ করা ভিডিও থেকে দেখা গেছে—বন্যার তীব্রতা এত বেশি যে, কোথাও কোথাও বন্যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তাগুলোতে এত বেশি পানি জমেছে যেন তা নদীতে পরিণত হয়েছে।

হেলিকপ্টারে করে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে অর্ধশতাধিক টিম। পাশাপাশি নৌকায় করেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে| রাজ্যটির ২৩ হাজার বাসিন্দা বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় আছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস রোববার থেকে আবারও টানা বৃষ্টি ও ঝড়ের পূর্বভাস দিয়েছে।


সম্পর্কিত বিষয়:

যুক্তরাষ্ট্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top