শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি রাশিয়া-ইউক্রেনের
 প্রকাশিত: 
                                                ২৩ জুলাই ২০২২ ০৪:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:১০
                                                
 
                                        কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া-ইউক্রেন। তুরস্কের ইস্তানবুলে এ চুক্তি স্বাক্ষর হয়।
শুক্রবার (২২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক। এ চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবার খুলে খেল। এখন ইউক্রেনের উৎপাদিত গম এবং সূর্যমুখী তেল, বার্লি এবং ভূট্টা রপ্তানির দ্বারও খুলে গেল।
চুক্তি অনুযায়ী ইউক্রেনের তিনটি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও।
আশা করা হচ্ছে চুক্তি হওয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরাজমান থাকলেও শস্য নিয়ে কোনো ঝামেলা হবে না।
এদিকে শস্য রপ্তানি এবং বাইরে থেকে ইউক্রেনের বন্দরে জাহাজ প্রবেশের বিষয়টি নজরদারি করবে তুরস্ক। ইউক্রেন যেন শস্য রপ্তানির আড়ালে জাহাজ দিয়ে কোনো অস্ত্র না আনতে পারে সেটি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তুরস্ককে।
ইউক্রেনে হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে সেগুলো বন্ধ করে দেয় রাশিয়া। ফলে বন্ধ হয় ইউক্রেনের শস্য রপ্তানিও। ফলে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
সম্পর্কিত বিষয়:
রাশিয়া-ইউক্রেন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: