সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪


প্রকাশিত:
১৮ জুলাই ২০২২ ২০:২৬

আপডেট:
২০ মে ২০২৪ ১৬:২৫

ছবি-সংগৃহীত

আরও একবার বন্দুক হামলায় জর্জরিত যুক্তরাষ্ট্র। এবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত হলেন তিনজন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

এর আগে স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী মারা গেছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান তিনি।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, রোববার সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি। গোলাগুলিতে আমাদের তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মায়ার্সের দাবি, গোলাগুলির পর অভিযুক্ত হামলাকারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেন।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গোলাগুলির ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে গ্রিনউড পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ শিকাগোর হাইল্যান্ড পার্কের কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলির ঘটনায় ছয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, দেশটিতে বন্দুক সহিংসতার কারণে বছরে প্রায় ৪০ হাজার মানুষ মারা যায়।

সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত ২৪ মে। সেদিন টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

বন্দুক হামলার রাশ টেনে ধরতে দেশটিতে ইতোমধ্যে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে, যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন। চলতি সপ্তাহে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের অনুমোদনের পর প্রেসিডেন্ট জো বাইডেন সই করে এটিকে আইনে পরিণত করবেন।


সম্পর্কিত বিষয়:

বন্দুক হামলা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top