ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ২৩
 প্রকাশিত: 
                                                ১৫ জুলাই ২০২২ ১৯:১৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:১২
                                                
 
                                        ইউক্রেনের পশ্চিম-মধ্যের শহর ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমে এবং যে কোনো সংঘাতস্থল থেকে বহু দূরে এ শহরের অবস্থান। হামলায় প্রায় ১০০ জনের মতো আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবরে আরও বলা হয়, তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও আগে থেকে আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে।
তিনি বলেন, নেদারল্যান্ডে যখন রাশিয়ার যুদ্ধাপরাধের ওপর একটি সম্মেলন হচ্ছে, ঠিক তখনই রাশিয়া বেসামরিক মানুষের ওপর রাশিয়া হামলা চালিয়েছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে ৯ তলা অফিস, ব্লকের গাড়ি পার্কিংয়ে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। প্রায় তিন লাখ ৭০ হাজার জনসংখ্যার এই শহরে বসবাস করে।
সম্পর্কিত বিষয়:
ইউক্রেন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: