জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪
 প্রকাশিত: 
                                                ৪ জুন ২০২২ ১৯:৪৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪৬
                                                
 
                                        জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (০৩ জুন) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুলশিক্ষার্থী ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত দল কাজ শুরু করেছে।
সম্পর্কিত বিষয়:
বিবিসি


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: