ইউক্রেনের পতাকায় চুমু খেলেন পোপ ফ্রান্সিস
 প্রকাশিত: 
                                                ৭ এপ্রিল ২০২২ ২০:৩৮
 আপডেট:
 ৭ এপ্রিল ২০২২ ২০:৪৮
                                                
 
                                        বুচা থেকে পাঠানো ইউক্রেনের একটি পতাকায় চুমু খেয়ে পোপ ফ্রান্সিস ওই শহরে চালানো ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) সপ্তাহের নিয়মিত কর্মসূচি হিসেব বক্তব্য দেওয়ার সময় তিনি ইউক্রেনের একটি পতাকা মেলে ধরেন ও তাতে চুম্বন করেন।
গত সপ্তাহের বুচার কিছু ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। এসব ছবিতে ইউক্রেনের রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া শত শত মানুষকে গণকবর দেওয়া হয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।
পোপ বলেন, আরও ভয়ঙ্কর নিষ্ঠুরতা চালানো হয়েছে। নারী ও অসহায় শিশুদের ওপরও নিষ্ঠুরতা চালানো হয়েছে।
ইউক্রেন থেকে আসা শিশু শরণার্থীদেরও নিজের কাছে মঞ্চে ডেকে নেন পোপ। এরপর এই শিশুদের দেখিয়ে তিনি বলেন, এই শিশুদের পালিয়ে এখানে একেবারে অপরিচিত এক জায়গায় আসতে হয়েছে। তারপর প্রত্যেক শিশুর হাতে উপহার তুলে দেন পোপ। শিশুদের দেখিয়ে তিনি আরও বলেন, এই হলো যুদ্ধের ফল। আমরা যেন তাদের ভুলে না যাই, আমরা যেন ইউক্রেনের মানুষদের ভুলে না যাই।
যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শান্তির জন্য সব পক্ষকে বসার তাগাদা দেন পোপ। তিনি বলেন, যুদ্ধ বন্ধ হোক। অস্ত্রগুলো নিশ্চুপ হোক।
এসএন/তাজা/২০২২
সূত্র: দ্য হিল



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: