সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


উত্তর প্রদেশে মিথ্যার ভিত্তিতে ভোট নেয়া হচ্ছে: রাহুল গান্ধি


প্রকাশিত:
৫ মার্চ ২০২২ ২৩:০৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৩:৪৬

 ছবি : সংগৃহীত

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, এখানে কেবল ধর্মের ভিত্তিতে ভোট নেওয়া হচ্ছে না, এখানে মিথ্যার ভিত্তিতে ভোট নেওয়া হচ্ছে। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে তিনি শুক্রবার (৪ মার্চ) বারাণসীতে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন।

হিন্দি গণমাধ্যম এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, রাহুল গান্ধি বলেন, ‘আমি মারা যাবো, কিন্তু এই মঞ্চ থেকে আপনাদেরকে কখনো বলবো না যে আপনাদের একাউন্টে ১৫ লাখ টাকা দেবো। আমি আপনাদেরকে এত শ্রদ্ধা করি যে আমি কখনই আপনাদের মুখের উপর মিথ্যা কথা বলতে পারি না।’

রাহুল বলেন, ‘আমাদের ধর্মে কোথাও লেখা নেই যে দেশের মানুষের সামনে গিয়ে লক্ষ-কোটি মানুষের সামনে মিথ্যা বলো। আমি রামায়ণ, মহাভারত পড়েছি, আমি কোথাও পড়িনি যে আপনি কাশীতে শিবের কাছে মিথ্যা বলবেন। মিথ্যা কথা বলতে কোনও ধর্মেই শোনা যায় না।

কেন্দ্রীয় সরকার সরকারের সমালোচনা করে রাহুল গান্ধি বলেন, '২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, তিনি কর্মসংস্থান, ২ কোটি চাকরি, কৃষকদের আয় দ্বিগুণ করা, কালো টাকা দূর করা এবং ১৫ লাখ টাকা করে দেওয়ার কথা বলেছেন। তিনি এখন এই নির্বাচনে কর্মসংস্থান, চাকরি, কৃষকের আয়ের কথা বলছেন না কেন?’

তিনি বলেন, মোদিজী আসেন, মিথ্যে বলেন এবং বলেন আমি হিন্দু ধর্ম রক্ষা করছি। না, মোদীজি, ধর্মকে নয়, আপনি মিথ্যাকে রক্ষা করেন। আপনি ধর্ম রক্ষা করেন না, বা দরিদ্র, কৃষক, শ্রমিককে রক্ষা করেন না। আপনি আপনার চেয়ার বাঁচাতে অসত্যকে রক্ষা করেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি আরও বলেন, ‘আমাদের হাজার হাজার যুবক ইউক্রেনে আটকে পড়েছে। সেখানে বোমা পড়ছে। তারা ভিডিও তৈরি করে বলছে যে আমাদের বাঁচান। কিন্তু এখানে নরেন্দ্র মোদির লোকেরা বলছেন, এরা এখানে ফেল করেছিল, তাই সেখানে গেছে। তারা কী ভারতের নাগরিক নয়? তাদের রক্ষা করার দায়িত্ব কী আপনার নেই?’

বিজেপিশাসিত উত্তর প্রদেশে ৪০৩টি আসনে মোট সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। এরইমধ্যে ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ৭ম ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। ফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

ভারত রাহুল গান্ধি নির্বাচন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top