বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র
 প্রকাশিত: 
                                                ২ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:২১
                                                
 
                                        বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্স এলাকায় এক তহবিল সংগ্রহ কর্মসূচি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এটি নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং আমরা এখনো বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে।
গ্রেগোরি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিধিনিষেধ আরোপ করছি না। একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি সুবিধাবাদী মহল আরও কিছু কর্মকর্তা, এমনকি রাজনীতিবিদদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রবলভাবে লবিং চালাচ্ছে।
তিনি আরও বলেন, 'কিন্তু আমরা তাদের মুখের কথায় কাজ করবো না। এটা সম্ভব নয়। সবকিছু যাচাই-বাছাই করার পর আমরা সঠিক উদ্যোগ নেব। এর আগে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল সংক্রান্ত কংগ্রেসের উপ-কমিটির সঙ্গে কথা বলবো। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ বিষয়ে কংগ্রেসে শুনানি আয়োজনের ব্যবস্থা করবো।'
সম্পর্কিত বিষয়:
যুক্তরাষ্ট্র


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: