ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ; তিন নাবিক নিহত
 প্রকাশিত: 
                                                ২০ জানুয়ারী ২০২২ ২১:১২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:১০
                                                
 
                                        ভারতীয় নৌবাহিনীর এক যুদ্ধজাহাজে হঠাৎ বিস্ফোরণে মারা গেছে দেশটির নৌবাহিনীর তিন সদস্য। মঙ্গলবার ১৮ জানুয়ারি সন্ধ্যার দিকে মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে থাকা অবস্থায় রণতরী আইএনএস রণবীরের এক কম্পার্টমেন্টে ঘটে এই বিস্ফোরণ। দেশটির নৌবাহিনী সূত্র জানায়, রণবীরের শীতাতপ নিয়ন্ত্রন কক্ষ বা এসি থেকেই বিস্ফোরণ হয়। এর সাথে গোলাবারুদ বা অস্ত্রশস্ত্রের সম্পর্ক নেই।
ভারতীয় নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বিস্ফোরণের সময় নিহত তিন নাবিক ঠিক ওপরের কক্ষে কাজ করছিলেন। নিহতরা হলেন কৃষান কুমার (এমসিপিও ওয়ান), সুরিন্দর কুমার (এমসিপিও টু) এবং এ কে সিং (এমসিপিও টু)। তারা প্রত্যেকেই নৌবাহিনীর জেষ্ঠ্য নাবিকের পদমর্যাদায় ছিলেন, তবে তাঁরা কেউ অফিসার ছিলেন না। এ বিস্ফোরণে আরও ১১জন আহতের খবর পাওয়া গেছে।

আইএনএস রণবীরে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। বুধবার ১৯ জানুয়ারি, দুপুরে ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় এ সমবেদনা জানানো হয়।
ভারতীয় নৌবাহিনীর পুরনো যুদ্ধজাহাজের অন্যতম হল আইএনএস রণবীর। সোভিয়েত আমলের ডেসট্রয়ারটি ১৯৮৬ সালের এপ্রিলে ইন্ডিয়ান নেভাল শিপ বা আইএনএস হিসেবে ভারতের নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ বিস্ফোরণে মারা গেছে ভারতীয় নৌবাহিনীর তিন সদস্য আইএনএস রণবীর ভারতীয় নৌবাহিনী


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: