ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭
 প্রকাশিত: 
                                                ৬ জানুয়ারী ২০২২ ২২:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:১০
                                                
 
                                        ভারতের ঝাড়খন্ডে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। স্থানীয় সময় বুধবার যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুধবার ঝাড়খণ্ডের গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানকার গোবিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
সূত্র: এনডিটিভি।
সম্পর্কিত বিষয়:
এনডিটিভি


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: