ওমিক্রন ছড়িয়ে পড়েছে ১০৬ দেশে
 প্রকাশিত: 
                                                ২৩ ডিসেম্বর ২০২১ ০৪:১৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:০৭
                                                
 
                                        বিশ্বের ১০৬ দেশে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। সুইডেন, পর্তুগাল, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। অন্যান্য দেশেও এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও সিএনএনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।
গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।
নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে।
সম্পর্কিত বিষয়:
ওমিক্রন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: