মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩, আহত ৫৮ জন
 প্রকাশিত: 
                                                ১০ ডিসেম্বর ২০২১ ২০:০১
 আপডেট:
 ১০ ডিসেম্বর ২০২১ ২০:২০
                                                
 
                                        সড়ক দুর্ঘটনায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে নারী-শিশুসহ অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উত্তর আমেরিকার এই দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।
 চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের বিপজ্জনক একটি বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের বিপজ্জনক একটি বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা। ভয়াবহ এই দুর্ঘটনায় ৫৮ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সম্পর্কিত বিষয়:
সড়ক দুর্ঘটনা


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: