ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন নাসের আল রাইসি
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ২১:২৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:০১

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী ৪ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি।
আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।
ইন্টারপোল জানিয়েছে, ৩ দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রসঙ্গত, মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন। খবর-এবিসি নিউজের।
আপনার মূল্যবান মতামত দিন: