মিয়ানমারে ১৮ চিকিৎসাকর্মী গ্রেপ্তার
 প্রকাশিত: 
                                                ২৬ নভেম্বর ২০২১ ২০:২৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৯
                                                
 
                                        মিয়ানমারের জান্তা সরকারের ভাষায় ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্যদের চিকিৎসা দেওয়ার অভিযোগে দেশটির পূর্বাঞ্চলের কিয়াহ রাজ্যের একটি গির্জায় অভিযান চালিয়ে ১৮ চিকিৎসাকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক বাহিনী। খবর-সিএনএনের।
জান্তা সরকারের মুখপত্র গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের রোগী ও ব্যক্তিদের অনানুষ্ঠানিকভাবে চিকিৎসা দেওয়ার খবর শোনার পর অভিযান পরিচালনা করা হয়েছে। গির্জাটিতে ৪৮ রোগী চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে অন্তত ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।
তবে তারা যেটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন, সেটির নাম উল্লেখ না করে মিয়ানমার সরকার জানিয়েছে, আটক ১৮ চিকিৎসাকর্মীর বিরুদ্ধে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার আটকদের মধ্যে ৪ চিকিৎসক ও ১০ জন নার্স রয়েছেন। কাজে যোগ দিতে অস্বীকার করে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ বেসামরিক নাগরিক নিহত ও ১০ হাজার আটক হয়েছেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: