নাক দিয়ে নেওয়া করোনার টিকার ট্রায়ালে অংশ নিলেন পুতিন
 প্রকাশিত: 
                                                ২৬ নভেম্বর ২০২১ ০১:০৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪১
                                                
 
                                        রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার নতুন টিকার ট্রায়ালে অংশ নিয়েছেন। খবর রয়টার্সের।
গত জুনে নিজ দেশ রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ সেন্টারের তৈরি করোনার টিকা স্পুৎনিক ভি নিয়েছিলেন পুতিন। এবার একই প্রতিষ্ঠানের উৎপাদিত টিকা স্পুৎনিক লাইট নিলেন। যা তাকে নাক দিয়ে নিতে হয়েছে।
গামালিয়া রিসার্চ সেন্টারের উপ-পরিচালকের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আজ, আপনার ও আপনার সহকর্মীদের সুপারিশে, আমি আরেকটি টিকা পেয়েছি, স্পুৎনিক লাইট। একে বলা হয় পুনরায় টিকা নেওয়া।’



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: