প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো সুইডেন
 প্রকাশিত: 
                                                ২৫ নভেম্বর ২০২১ ২০:৩৯
 আপডেট:
 ২৫ নভেম্বর ২০২১ ২১:৫৫
                                                
 
                                        সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও বর্তমান অর্থমন্ত্রী ছিলেন। বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন পার্লামেন্টের ১১৭ জন সদস্য। ভোটদানে বিরত থাকেন ৫৭ জন সদস্য এবং ১৭৪ জন সদস্য তাঁর বিপক্ষে ভোট দেন। একজন ভোটদানে অনুপস্থিত থাকেন।
সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। যদি প্রার্থীর বিরোধিতাকারী ১৭৫ জনের বেশি না হয় তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। বলা যায় অল্পের উপর দিয়ে উৎরে গেছেন অ্যান্ডারসন!
৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন চলতি মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
গত ১০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেন। চলতি বছরের শুরুর দিকে স্টেফান ঘোষণা দেন, দলের পরবর্তী নেতৃত্বকে যথেষ্ট সময় দিতে ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করবেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: